বর্তমানের যুগ হলো ইন্টারনেটের যুগ গুগল থেকে ফেসবুক এবং টুইটার এই ধরনের কোম্পানী বিশ্বে শাসন করছে। এইসব কোম্পানি শুধুমাত্র বিপুল অর্থ উপার্জন করছে না, তবে জনমত প্রকাশের ক্ষেত্রেও তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এইসব কোম্পানীর প্রভাব এত বিস্তৃত যে তারা সমস্ত দেশের সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আপনি কি কখনও ভেবেছেন যদি এই ধরনের সোশ্যাল মিডিয়া কোম্পানী বাজে অবস্হায় পৌছে যায় তাহলে তাকে দেখতে কেমন হবে? সম্ভবত না! কিন্তু রোমের ডিজিটাল শিল্পী আন্দ্রে লাটাসু এই বিষয় নিয়ে চিন্তা করেছেন। আন্দ্রেই তাঁর এই ভয়াবহ কল্পনাকে বাস্তব রূপ দিয়েছেন। আন্দ্রেই এই বিশেষ সিরিজের নাম দিয়েছে, ‘সোশাল ডিক’। আপনিও দেখুন।