Quantcast
Channel: Culture – TopYaps
Viewing all articles
Browse latest Browse all 1635

দেশের এই সাংবাদিকরা কত টাকা আয় করেন জানেন? বেতন জানার পর অবাক হয়ে যাবেন

$
0
0

কোনও সংবাদ চ্যানেলের জন্য তার সঞ্চালক খুবই গুরুত্বপূর্ণ। তারা কিভাবে জনগণের সামনে সংবাদ পরিবেশন করবেন, শ্রোতাকে কিভাবে তার সাথে যুক্ত করবেন। এই সবই সঞ্চালকের হাতে থাকে। সংবাদটির আকর্ষণীয়তা শুধু সংবাদ নয়, তবে এটা কিভাবে উপস্হাপন করছে তার ওপর নির্ভরও করছে। সংবাদ চ্যানেলেন শো-কে জনপ্রিয় করার দায়িত্ব তাদের ওপর থাকে। তার জন্য তাদের অনেক বেতনও দেওয়া হয়।

আজ,আমরা আপনাদের মিডিয়া জগতের এমন কিছু সঞ্চালকদের সম্পর্কে বলতে যাচ্ছি যাদের আয় সবথেকে বেশি।

রবিশ কুমার

সংবাদ সঞ্চালকের সাথে একজন সাংবাদিক এবং একজন লেখক। বর্তমানে এনডিটিভির জন্য কাজ করেন এবং রাজনীতি ও সামাজিক ক্রিয়াকলাপের বিষয়ে কাজ করেন। রবিশ কুমারের বার্ষিক বেতন প্রায় 2.16 কোটি টাকা।

বার্খা দত্ত

বার্খা দত্ত সাংবাদিকতার একটি সুপরিচিত নাম। এনডিটিভিতে 21 বছরের কাজের পর, তিনি এই চ্যানেল ছেড়ে দিয়েছেন। তাদের মাসিক আয় প্রায় 30 লক্ষ টাকা। বার্ষিক আয় 3.6 কোটি টাকা।

রাজদীপ সারদেসাই

ইন্ডিয়া টুডে এর সঞালক রাজদীপ সারদেসাই। এক মাসের বেতন 85 লক্ষ টাকা। তিনি ইন্ডিয়া টুডে গ্রুপের কনসালটেন্ট এডিটর। হেডলাইন টুডে-এর জন্য বড় শো করেন। তাঁর অনেক বইও প্রকাশিত হয়েছে।

অর্ণব গোস্বামী

কয়েক মাস ধরে টাইমস নাউতে চিফ এডিটর হিসাবে কাজ করার পর তিনি নিজের চ্যানেল ‘প্রজাতন্ত্র ‘ খুলেছেন। প্রতি মাসে 1 কোটি টাকা আয় করেন।

সুধীর চৌধুরী

জি নিউজ সিনিয়র এডিটর এবং বিসনেড হেড সুধীর চৌধুরী। তাঁর ডিএনএ শো-এর জন্য জনপ্রিয়। বার্ষিক বেতন প্রায় 3 কোটি টাকা।


Viewing all articles
Browse latest Browse all 1635

Trending Articles