কয়েক দিন আগে দুইয়ের ঘরে নামতা বলতে বলতে স্কুলের বাচ্চাদের নাচ করার ভিডিও ভাইরাল হয়েছিল। ভিডিওতে স্কুলের শিক্ষার্থীদের অনন্য উপায়ে পড়াশুনা করার শৈলী সকলের পছন্দ হয়েছিল।
साला ये
कोनसा स्कूल था जहाँ हम नही जा पाए
Posted by Mallick jilani on 6 ಜನವರಿ 2018
এবার এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে স্কুলের একটি বাচ্চাকে শিক্ষকের কাছ থেকে ছুটি চাওয়ার জন্য একটি অনন্য পদ্ধতি গ্রহণ করেছে।
স্কুলের এই ছাত্র গান করে ছুটি চাইছে। বাচ্চাটি তার ছুটির পুরো অাবেদন একটি গানে রূপান্তরিত করেছে।
আপনারা যখন স্কুল থেকে ছুটি নিতেন তখন আবেদন দিতেন। কিন্তু কেউ গান করে আবেদন দিতে পারে এই ধরনের পদ্ধতি প্রথমবার দেখা গেছে। শিশুটি তার ছুটির আবেদনে দাড়ি এবং কমা গানের মতো গেয়েছে।
পাকিস্তানি গায়ক ও সমাজকর্মী শাহজাদ রয় এই বাচ্চাটির ভিডিও পোস্ট করেছে। এই ভিডিওটি পাকিস্তানে একটি স্কুলে তৈরি করা হয়েছে।
এই ভিডিওটি বেশ ভাইরাল হয়েছে এবং 31 হাজারেরও বেশি লোক দেখেছেন। এখানে ভিডিও দেখুন:
Please is ko chutti day dain. pic.twitter.com/tlGKvcW4FX
— Shehzad Roy (@ShehzadRoy) January 21, 2018
প্রায় সকলেই এই ভিডিও পছন্দ করছে। অনেকেই বলছে, বাচ্চাটিকে এক দিনের বেশি ছুটি দেওয়া উচিত। সকলেই সেই বাচ্চাটির সৃজনশীলতা দেখে অবাক হচ্ছে এবং হেঁসে যাচ্ছে।
OMG THIS IS THE FUNNIEST THING I’VE SEEN ALL THIS YEAR
— shruti (@shrutithenaik) January 23, 2018
Language is english but what Accent is this
— Sidra Jabeen (@sidrajabeen4) January 21, 2018
He’s singing the application in punjabi folk song style
— الف (@areeshei) January 21, 2018
Ab to chutti Dy do
— Kiñzä
(@Kinza_Afridi10) January 21, 2018
Chuti dy dn r wo bhi full stopppp k sath
— malik Tanveer (@tanveerawwan) January 22, 2018
Leave granted <full-stop>
— Talha Chaudhry (@tnc_89) January 21, 2018
Innovative style to get leave …..Good attempt
— Bubble2670@yahoo.com (@Bubble2670yaho1) January 23, 2018
Kalakari….
— loud spiker (@loudspiker) January 23, 2018