প্রত্যেক মহিলা নিজেকে সুন্দর দেখানোর জন্য নানা রকম সৌন্দর্য চর্চা করেন। এমন এক মহিলা আছেন যার বয়স 44 বছর। কিন্তু তাকে দেখার পর অবাক হযে যাবেন।
তাঁর নাম ইয়ান ডিয়ান, যিনি চিনের ‘চায়না সেন্ট্রাল টেলিভিশন সেন্টার’ চ্যানেলের আবহাওয়ার খবর দেন। গত 22 বছর ধরে তিনি এই চ্যানেলে কাজ করছেন। আশ্চর্যজনক বিষয়টি হলো তখন থেকে এখনও পর্যন্ত তাঁর চেহারা কোন পরিবর্তন হয়েনি।
প্রতিটি বছর তাকে আরও তরুণ দেখাচ্ছে। ইন্টারনেটে ভাইরাল হয়েছে তার ভিডিও। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এই ভিডিওটি প্রথমবার ওয়েইবোতে পোস্ট করা হয়েছিল।
চিন সরকারের ওয়েবসাইট অনুযায়ী, ইয়াং এর জন্ম 1973 সালে হয়েছিল। তিনি 1995 সালে বেইজিং ব্রডকাস্টিং ইনস্টিটিউট থেকে স্নাতক ডিগ্রি পান এবং 1996 সাল থেকে ‘চায়না সেন্ট্রাল টেলিভিশন সেন্টার’ আবহাওয়া রিপোর্টিং এর কাজ করছেন। এই অনুষ্ঠানের পাশাপাশি চায়না ন্যাশনাল রেডিওতে আবহাওয়ার ওপর প্রোগ্রাম করেন।
গত 22 বছর ধরে তাকে একই রকম দেখতে সম্প্রতি ছবিগুলিতে তাকে আরও সুন্দর দেখাচ্ছে।
কাজ শুরু করার পর 2000 সালে।
2005 এ:
2010 সালে … কাজ শুরু করার 11 বছর পর!
2015 সালে:
22 বছর পর 2018 সালে 44 বছর বয়সে !!!
এখানে আপনি সেই ভিডিও দেখতে পারবেন: