কর্ণাটকের গোকর্ণ হলো এমন একটি জায়গা যেখানে রয়েছে ওঁ আকৃতির একটি বিচ। এখানে রয়েছে একটি আত্মলিঙ্গ যার সাথে ভগবান গণেশ এবং রাবণের একটি আকর্ষণীয় গল্প যুক্ত রয়েছে।
গোকর্ণের মহাবালেশ্বর মন্দিরে মহাদেব আত্মলিঙ্গ রুপে রয়েছেন। এই মন্দির থেকে 7 কিলোমিটার দূরে অবস্হিত রয়েছে এই ওঁ আকৃতির বিচ। ঘোরার সময় এটা সাধারণ বিচ বলে মনে হবে। কিন্তু পাহাড়ে উঠে দেখলে বোঝা যাবে এই বিচটি ওঁ আকৃতির।
বিচটির আকার ওঁ আকৃতির হলেও এর ধারে যে রেস্টুরেন্ট রয়েছে সেখানে বেশি বিদেশীদের ভিড়। এখানে বেশিরভাগ ফরাসিরা ছুটি কাটাতে আসেন।
ওঁ বিচকে সমপূর্ণভাবে দেখতে হলে পাহাড়ে উঠতে হবে। যার রাস্তা বিপজ্জনক। এই রাস্তায় বহুজন তাদের প্রাণ হারিয়েছেন। সেইজন্য এখানে একটচি বোর্ড লাগানো হয়েছে যেটায় দেওয়া হয়েছে সতর্কবার্তা।
এই পাহাড়ে পৌছানোর পর এমন একটি পয়েন্ট আসে যেখানে আপনি সকালে সূর্যোদয় এবং সন্ধ্যায় সূর্যাস্ত দেখতে পারবেন।